বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হ্যালো ও প্রিজমের শিশু সাংবাদিকদের নিয়ে সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান কার্যালয়ে এ সভা হয়।
অনুষ্ঠানে ঢাকার শিশুরা ছাড়াও ঠাকুরগাঁও, মাগুরা, পটুয়াখালী, মৌলভীবাজার, নেত্রকোণা ও গাজীপুরের শিশুরা উপস্থিত ছিল।
কর্মশালায় ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি বিষয়ে আলোচনা করেন হ্যালো ও প্রিজমের নির্বাহী সম্পাদক মুজতবা হাকিম প্লেটো।
এছাড়া সংবাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিশু সাংবাদিকরা সংবাদ সম্পর্কিত নানা বিষয়ে প্রশ্ন করার সুযোগ পায়। এছাড়াও তারা একে অপরের সঙ্গে মতবিনিময় করে।
ঠাকুরগাঁও থেকে আসা আমিনুর রহমান হৃদয় বলে, “হ্যালোর মাসিক মিটিংয়ে আসার মূল উদ্দেশ্য হলো সাংবাদিক বন্ধুদের সঙ্গে মতবিনিময় করা।”
“মিটিঙে ভিডিও ও ফটোগ্রাফির ওপর দিক নির্দেশনাগুলো কাজে লাগবে।”
ঢাকার শিশু সাংবাদিক সাদিক ইভান বলে, “ভিডিও রিপোর্টের ধরণ, নিয়ম-কানুনসহ ক্যামেরা চালানোর নানাবিধ অজানা জিনিস শিখতে পেরেছি।”
“জার্নালিজম সম্পর্কে কিছু প্রশ্ন ছিল সেগুলো সমাধান করেছি। আর সবার সঙ্গে দেখা হওয়ায় আমি খুব উচ্ছ্বসিত।”
এ কর্মশালায় ২৭ জন শিশুসাংবাদিক অংশ নেয়।