ঢাকার একটি হোটেলে ইউনিসেফের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘মীনা’ গেইমের উদ্বোধন করা হয়েছে।
১২ ডিসেম্বর সোনারগাঁও হোটেলে এই অনুষ্ঠান হয়।
‘মীনা’ কার্টুন ধারাবাহিকের বিভিন্ন পর্ব নিয়ে ‘মীনা’ গেইমটি তৈরি করা হয়েছে। গেইমটির উদ্বোধনে অংশ নেয় হ্যালোর পাঁচজন শিশু সাংবাদিক।
প্রতিষ্ঠার ৭০ বছর ধরে ইউনিসেফ সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করছে।
অনুষ্ঠানে ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেইক বলেন, “বিশ্বব্যাপী বিপুল সংখ্যক শিশুর প্রয়োজনকে সামনে রেখে আমরা শিশুর অবস্থার উন্ননয়নে নিজেদের নিয়োজিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।”
কয়েক দশকে বিশ্বের দুর্গমতম অঞ্চলসমূহে ইউনিসেফের নিরন্তর সম্পৃক্ততা শিশুদের জন্য উল্লেখযোগ্য উন্নয়নে সহায়ক হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিসেফের কমিউনিকেশন স্পেশালিস্ট এ এম শাকিল ফয়জুল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বিগবেডার, মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
এছাড়া অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের দূত জুয়েল আইচ, হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুজতবা হাকিম প্লেটোসহ ইউনিসেফের কর্মকর্তারা অংশ নেন।
সবশেষে ইউনিসেফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।