একাত্তরের পঁচিশে মার্চের কালো রাতে পাকিস্তানী সেনাদের হাতে গুলিবিদ্ধ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জ্যোতির্ময় গুহঠাকুরতা।
সে ঘটনা নিয়ে একটি প্রমো তৈরি করে প্রচার করছে সময় টেলিভিশন।এতে জ্যোতির্ময়ের মেয়ে মেঘনা গুহঠাকুরতার বাল্যকাল পর্বে অভিনয় করেছে পৃথা প্রণোদনা।