‘’কিশোর ও তারুণ্যের বইমেলা’- এই ধ্বনিতে রাজধানীর বাংলাদেশ নৌবাহিনী কলেজের মোয়াজ্জম হলে দুই দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।
সোমবার সকাল দশটায় এই মেলার উদ্বোধন করেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
তিনি বলেন, ‘‘এ প্রজন্মকে আলোকিত করার ও মানবিক মূল্যবোধ ও প্রগতিশীল চিন্তায় উজ্জীবিত করতে বই পড়ার কোনো বিকল্প নেই।”
এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও কার্যকর বলে মনে করেন তিনি।
মেলার পাশাপাশি পড়ুয়াদের বই পড়ার অভিজ্ঞতা বলার প্রতিযোগিতা ও বই পড়া নিয়ে বিশেষ প্রশিক্ষণ ছাড়াও লেখকদের সাথে মতবিনিময় সভারও আয়োজন করা হয়েছে।
প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বইমেলা উন্মুক্ত থাকবে।
সারাদেশে পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বইমেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
মেলায় ইকরিমিকরি, সময়, বিশ্ব সাহিত্যেকেন্দ্র, বেঙ্গল পাবলিকেশন্স, প্রথমা, প্রতীক, জাগৃতি, কাকলি, অ্যার্ডন, অনুপম ও অনন্যাসহ ১২টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে।