দিনাজপুরের বিরল উপজেলার ঝিনাইকুড়ি গ্রামের কড়া নৃগোষ্ঠীর শিশুদের বিনোদন বালু আর মাটি দিয়ে রান্নাবাটি খেলার মধ্যেই সীমাবদ্ধ। তারা এই খেলাকে বলে ‘ভাত্তিনি’।
প্রতি শুক্রবার তারা এটা খেলে। বড় একটি জায়গায় শিশুরা সবাই মিলে মাটির গোল্লা তৈরি করে গোটা জায়গাটি সাজিয়ে নেয়। মূলত তাদের পূজার অনুষ্ঠানগুলোর অনুকরণেই এটা করা হয়।
খেলার সময় কথা হয় কয়েকজন শিশুর সঙ্গে। জয়ন্ত কড়া নামের এক শিশু জানায়, সে খেলার দলনেতা। এ খেলায় তাদের মাটি বা বালি দিয়ে দেবদেবী, পূজারি বানাতে হয়, চুলা বানাতে হয়, চুলায় মিছেমিছি রান্নাও করতে হয়।
অন্যরা জানায়, এ খেলাটি খেলে তারা খুব মজা পায়। তারা অপেক্ষায় থাকে কবে শুক্রবার আসবে। কারণ স্কুল বন্ধ না থাকলে তো আর খেলা যায় না। খেলা শেষে সবাই মিলে গোল্লাগুলো ভেঙে ফেলে। তখন খুব মজা হয়।
ওরা মজা করে নিজেরা নিজেরা ভাত্তিনি খেললেও বাঙালি শিশুরা ওদের সাথে মিশে না বলে ওদের খুব মন খারাপ হয় বলে জানায় একজন। ওই শিশুরা চাইলেও অভিভাবকরা তাদের সাথে মিশতে দেয় না বলে জানায় ওরা।