নালন্দায় নানা বাঙালি আয়োজনের মধ্য দিয়ে বাংলা উৎসব পালিত হয়েছে।
বৃহস্পতিবার ধানমণ্ডির নালন্দা বিদ্যালয়ে এ বাংলা উৎসবের আয়োজন করা হয়।
কবিগান, পুঁথিপাঠ, বাউলগান, আদিবাসী নৃত্য, আবৃতি, গল্প লেখা ও উপস্থাপন, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য শেষ হয়েছে এই বাংলা উৎসব।
বিদ্যালয়ের ষষ্ট থেকে থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা বাংলা উৎসবে অংশ নেয়।
উৎসব উপলক্ষে ধানমন্ডির ছায়ানট সংস্কৃত ভবনের সেমিনার হল ও এর চারপাশ বাঙালী ঢংয়ে সাজানো হয়।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাই নাচ-গানে অংশ নেয়। ধারাবাহিক গল্প লিখার পর্বটি ছিল সবার কাছে আনন্দের।
বাংলা উৎসব সম্পর্ক ষষ্ঠ শ্রেণির ছাত্রী আশিয়া ইসলাম মুসকান বলে, “উৎসবে আমরা দলীয়ভাবে আলোচনা করে ধারাবাহিক গল্প লিখতে পেরেছি এটা আমার খুব ভালো লেগেছে। এছাড়া বির্তকের বিষয়ে আমরা নিজেদের কথাই নিজেরা প্রকাশ করতে পেরেছি।”
উৎসবে নালন্দা বিদ্যালয়ের অধ্যক্ষ মোমেনা বেগম বলেন, “গল্প লেখা আয়োজনের মাধ্যমে শিশুর লেখার ও উপস্থাপন করার ক্ষমতা তৈরি হয়।