রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানটে দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার ধানমণ্ডির ছায়ানট সংস্কৃত ভবনে এই উৎসব শুরু হয়েছে।

৮ ও ৯ মে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠান শুরু হবে।  

ছায়ানটের নির্বাহী কর্মকর্তা বেলাল সিদ্দিকী জানান,”উৎসবে প্রায় ৬০ জন সংগীতশিল্পী অংশ নেবেন । এর মধ্যে অতিথি থাকবেন ৩০ জন।”

শিক্ষার্থী অভিভাবকসহ সবার জন্য অনুষ্ঠান খোলা থাকবে।