রাজধানীর নালন্দা বিদ্যালয়ে ও ছায়ানটে পাঁচদিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে।
বুধবার নালন্দার নবম ও সপ্তম শ্রেণির শিশুরা ‘আলো আমার আলো ওগো’- এ গান
গেয়ে এই মেলার উদ্বোধন করে।
‘কিশোর ও তারুণ্যের বইমেলা’ এই ধব্বনি দিয়ে শুরু হওয়া এই মেলার পাশাপাশি বইপড়ার অভিজ্ঞতা বলার প্রতিযোগিতা ও বই পড়া নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সময় টিভির নির্বাহী পরিচালক তুষার আব্দুল্লাহ, নালন্দা ও ছায়ানটের নির্বাহী কর্মকর্তা সিদ্দিকি বেলালসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মানুষকে আলোকিত করে মানবিক মূল্যবোধ ও প্রগতিশীল চিন্তায় উজ্জীবিত করতে বইপড়ার কোনো বিকল্প নেই।
মেলায় ইকরি মিকরি, সময়, বিশ্বসাহিত্যে কেন্দ্র, বেঙ্গল পাবলিকেশন্স, প্রথমা, প্রতীক, জাগৃতি, কাকলি, অ্যার্ডন ও অনুপমসহ ১২টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে।
মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।