ছায়ানট পরিচালিত নালন্দা বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা বাড়ি থেকে নিজেরাই বই নিয়ে আসে মেলায়।
বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নিজেদের উদ্যোগে বৃহস্পতিবার এই মেলার আয়োজন করে।
সকাল থেকেই প্রতিটি ক্লাশের ছেলেমেয়েরা বড় দুটি টেবিলে তাদের বই সাজাতে থাকে। মেলায় বসেছিল চারটি স্টল। তাতে গল্প, উপন্যাস, প্রবন্ধ, কমিকস নানা রকম বই ছিল সেখানে। বাংলা ও ইংরেজি ভাষায় লেখা বই শোভা পাচ্ছিল স্টলের টেবিলে।
ষষ্ঠ শ্রেণির লামিয়া বলে, “আমরা সবাই মিলে এই বইমেলা করছি, তাই অনেক ভাল লাগছে। আরও জায়গা থাকলে ভাল হতো।”
ওই ক্লাসেরই মুসকান বলে, “বইমেলায় ভূতের বই পেয়েছি তাই আনন্দ হচ্ছে।
“ভীড় নেই তেমন, তাই অনেক বই একসঙ্গে দেখতে পেরেছি। আরও বই কিনতে হবে বলে ভাবছি।”
সপ্তম শ্রেণির মির মাইসা তাবাসসুম তুহু বলে, “ভাল লেগেছে কারণ অনেক বিষয়ের বই ছিল। বন্ধুরা মিলে বই দেখছি তাই খুব মজা হয়েছে। প্রত্যেক বছরই এমন মেলা হওয়া উচিত।”
ওই ক্লাসের গৌরব বিশ্বাস নিলয় বলে, “নিজেরাই বই যোগাড় করে বইমেলা করছি তাই অনেক ভাল লাগছে। আমরা সামনের বছর আরও বড় করে বইমেলা করতে চাই।”
সপ্তম শ্রেণিশিক্ষক সুমি জানান, মেলার স্টল থেকে বই নিলে সেটি লিখে রাখা হয় একটি খাতায়। সেটি সে কবে ফেরত দেবে তাও লিখে রাখা হচ্ছে।
শ্রেণি ভেদে কয়েক দফায় এখানে আয়োজন করা হচ্ছে বইমেলা।