বয়ঃসন্ধিকালে কিশোরকিশোরীদের নানা ধরনের সমস্যাগুলোর মধ্যে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। এগুলো কিশোরকিশোরীদের মনে একধরনের দুশ্চিন্তা তৈরি করে।

এই সময়ের ত্বকজনিত বিভিন্ন সমস্যা নিয়ে ত্বক ও চর্মরোগ বিশেষজ্ঞ ড. তৌহিদা রহমান ইরিন এর সাথে কথা হয় হ্যালোর।

ড. তৌহিদা রহমান ইরিন বলেন, বয়সন্ধিকাল হলো মূলত শৈশব থেকে কৈশোরে যাওয়ার একটি সময়। এই সময় প্রত্যেকেরই হরমোনাল এবং শারীরিক ও মানসিক এক ধরনের পরিবর্তন দেখা দেয়।

তিনি আরও বলেন, “এই পরিবর্তনের ফলে ত্বকে দেখা দেয় নানা ধরনের সমস্যা, যার অন্যতম একটি হলো ব্রণ। এর পাশাপাশি এ সময় কিশোর- কিশোরীদের ত্বকটা তৈলাক্ত হয়ে থাকে।”

“এ সময় দেখা যায় যে কিশোর- কিশোরীরা তাদের ত্বক সম্পর্কে তেমন সচেতন থাকে না এবং তারা সঠিকভাবে তাদের ত্বকের যত্ন নেয় না। অর্থাৎ ত্বকের ক্ষেত্রে ‘ক্লিন’ এবং ‘কেয়ার’ বলতে যে বিষয়টি থাকে, এ সময় তারা এ ব্যাপারটিকে একেবারেই গুরত্ব দেয় না।”

এছাড়া ব্রণের অন্যতম কারণ হিসেবে তিনি খ্যাদ্যাভ্যাসকে দায়ী করেন?

কিশোর-কিশোরীরা একটু জাংক ফুড, সুগার ফুড ইত্যাদি খেতে বেশি পছন্দ করে। এ ধরনের খাদ্য খাওয়ার ফলে অনেক সময় ব্রণ দেখা দেয় বলে জানান তিনি।

ইন্টারভিউ নিয়েছে: শিশুসাংবাদিক পৃথা প্রণোদনা ও আজমল তানজীম সাকির

লেখাটি প্রকাশিত হয়েছে হ্যালোডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে, প্রকাশকাল: ৪ জুলাই ২০১৮