একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারেও ১ ফেব্রুয়ারি রোববার বিকেল থেকে শুরু হল মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান।
এবারও মেলায় অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দিতে।মেলায় ৩৫১টি প্রতিষ্ঠানকে ৫৬৫টি ইউনিট স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯২টি প্রতিষ্ঠানকে ১২৮টি ইউনিট এবং সোহরাওয়ার্দি উদ্যানে ৩৫৯টি প্রকাশনী প্রতিষ্ঠানকে ৪৩৭টি ইউনিটকে।
বাংলা একাডেমির নজরুল মঞ্চকে ঘিরে নির্মিত হয়েছে হয়েছে শিশু কর্ণার। সেখানে শিশু-কিশোর বিষয়ক বইয়ের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।
প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত, ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে