একযুগ পূর্তি অনুষ্ঠান হয়ে গেল নালন্দা বিদ্যালয়ের।
ধানমন্ডি ছায়ানট ভবনের সেমিনার রুমে ১৭ এপ্রিল, শনিবার সন্ধ্যা ৭টায় উদযাপন করা হয় এই অনুষ্ঠান।
শুরুতেই বিদ্যালয়ের অধ্যক্ষ মোমেনা বেগম জানান, ১৫ জানুয়ারি ২০১৫ তারিখে নালন্দা বিদ্যালয়ের একযুগ পূর্তি হলেও নানা কারণে তা উদযাপন করা যায়নি।
অনুষ্ঠানে নালন্দার শিক্ষক ও ছায়ানটের নির্বাহী কর্মকর্তা বেলাল সিদ্দিকী জানান, মাস দুয়েকের মধ্যেই কেরানিগঞ্জে নালন্দা বিদ্যালয়ের নিজস্ব ‘অপালা-ভবন’-এর কাজ শুরু হবে।
তৃতীয় তলা পর্যন্ত সেই ভবন তৈরিতে সহযোগিতা করছে বাংলাদেশ সরকার।
অনুষ্ঠানে নালন্দার শিশুদের লেখার সংকলন ‘উদ্গম’ প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
পূর্তি অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে নালন্দা ও ছায়ানটের সভাপতি সনজিদা খাতুন বলেন, “নালন্দার শিশুরা যে তৈরি হচ্ছে তা আমরা টের পাই তাদের অসাধারণ উপস্থাপন দেখে। তাদের সার্বিক কার্যক্রমে আমি মুগ্ধ।”