আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। অফিসের কাজে তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে হয়। তাই আমি বাবার সাথে বেশি সময় কাটাতে পারিনা।

আমার মনে হয় সবার বাবাই অনেক ভালো। তবুও আমার বাবা একটু বেশি ভালো। অন্য বাবাদের থেকে একটু অন্যরকম।

বাবার পোস্টিং এখন দিনাজপুর। বাবার সাথে আমার দেখা হয় সপ্তাহে তিন দিন। এই তিন দিন আমরা অনেক মজা করি। ঘুরতে যাই, আড্ডা দেই আর মাঝে মাঝে একটু পড়া দেখিয়ে দেন বাবা।

মাঝে মাঝে হ্যালোর জন্য লেখা তৈরির সময়ও বাবা আমাকে সাহায্য করেন।

image88

যখন আমি বাবার সাথে থাকি প্রায় সময়ই বাবা আমার সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করেন। শেখান কীভাবে মানুষ হতে হবে।

বাবা সবসময় আমাকে বলেন,”বড় হলে তুই অনেক বড় মানুষ হবি।”

আর বলেন,”কখনও পারবো না বলবি না। চেষ্টা করলে মানুষ সব পারে। যারা বড় হয়েছে তারা পারবো না বলে কখনও বসে থাকেনি।”

বাবার সাথের এই তিনদিন কীভাবে শেষ হয় বুঝতেই পারিনা। বাবাকে কেমন মেহমান মনে হয়।

বাবার অনেক কষ্ট করতে হয়। প্রতি সপ্তাহে দিনাজপুর থেকে ঢাকা আসা অনেক কষ্ট।

বাবা মুক্তিযোদ্ধা ও আদিবাসী নিয়ে গবেষণামূলক কাজ করেন বলে বাবাকে নিয়ে আমার অনেক বেশি গর্ব হয়।

অনেক বাবা-মা আছেন যারা শুধু ছেলে সন্তান চান। তার কারণ হলো মেয়েরা বড় হলে বিয়ে করে চলে যাবে অন্যের বাড়ি। আর ছেলেরা থেকে যাবে তার বাবা-মার কাছে।আমরা দুই বোন। কিন্তু বাবা সব সময় বলেন ছেলে বা মেয়ে বলে কোন কথা নেই। মানুষ হওয়াটাই বড় কথা।

আমি যখন বাবাকে মাঝে মাঝে বলি বড় হয়ে আমি কি হব? বাবা বলেন,”তোর যা খুশি হবি। তুই তোর মত হবি।”