সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নালন্দা বিদ্যালয়ের শিশুরা প্রথমবারের মতো উলিয়াম শেকসপিয়ারকে স্মরণ করেছে।

দুই দিনব্যাপী চলা এ উৎসবের বুধবার ছিল শেষ দিন।

উৎসবে নালন্দার শিক্ষার্থীরা গান, গল্প ও নাটক পরিবেশন করে। নাটকগুলো ইংরেজি ভাষাতেই মঞ্চস্থ করা হয়।  

এসময় শিশুরা শেকসপিয়ারের ‘কিংলিয়ার’ এর অংশ বিশেষ পরিবেশন করা হয়।

নালন্দার শিশুরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালন্দার অধ্যক্ষ মোমেনা বেগম, সনজীদা খাতুন, বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবক।