অবরোধ শব্দটির অর্থই জানে না শিশুরা। তবুও অবরোধের ভয় মারাত্মক প্রভাব ফেলছে শিশুদের মনে।
পত্রিকা ও টিভি চ্যানেলগুলো খুললেই দেখছি বিভিন্ন জেলায় ও রাজধানীতে অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমায় ঝলসে গেছে শিশু।
কিন্তু কেন? শিশুরা তো কোন রাজনীতি বুঝে না। তাহলে ওরা কেন শিকার হবে।
আমার স্কুল ধানমন্ডিতে। খুলেছে আরও পাঁচ দিন আগে। কিন্তু অঘটনের ভয়ে মা-বাবা আমাকে স্কুলে যেতে দেন না। যেতে দেন না বললে ভুল হবে। তারা সহস করতে পারেন না।
স্কুল খোলার পর বাবার সাথে মঙ্গলবার প্রথম স্কুলে যাই। রাস্তায় বের হয়েই আমার ভয় করছিল।
গিয়ে দেখি আমার ক্লাসে ৩০জনের মধ্যে মাত্র ১৫জন এসেছে। এ অবরোধের মধ্যে কেউ জীবনের ঝুঁকি নিয়ে আসছে না স্কুলে। কারও মা বাবা চায় না তার সন্তান এই ভয়ানক সহিংসতায় পড়ে ঝলসে যাক।
দিনের পর দিন এভাবে বসে থাকলে পড়ালেখাতেও পিছিয়ে যাব। ঘরে বন্দি থেকে মানসিক ক্ষতি তো হচ্ছেই।
আমার মনে একটি প্রশ্ন জাগে, যারা অবরোধে পেট্রোলবোমা ছুড়ে শিশুদের ঝলসে দিচ্ছে তাদের পরিবারে কি কোন শিশু নেই? কিন্তু কাকে করব?