সব মানুষেরই রয়েছে একটি নিজের জগৎ। তেমনি আমারও রয়েছে একটি ছোট্ট ভুবন। সেখানে আমার কিছু কিছু কাজ করতে ভালো লাগে। আবার কিছু জিনিস ভালো লাগে না। আমি আমার এই ভুবনটার নাম রেখেছি ‘অচেনা জগৎ’ ।

image28

আমার ‘ভালোলাগা’ ‘মন্দ লাগা’ দুটোই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। এখানে কারো প্রবেশাধিকার নাই।

আমার যে কাজগুলো করতে ভালোলাগে না, সেগুলোও কখনো কখনো করতে হয়। তা করতেই হবে বলে করা। সে কাজগুলোর কথা জানতে পারলে কেউ কেউ কষ্ট পাবে তাই থাক সে সব কথা গোপনে।  

ভালো লাগার কথাই বরং বলি। বন্ধুদের সাথে আড্ডা দিতে আমার সবচেয়ে বেশি ভালোলাগে। এর চেয়ে বেশি আনন্দ আর কোনো কাজে পাই না। এছাড়াও ঘুরে বেড়াতে, গান শুনতে, ছবি আঁকতেও আমার ভালো লাগে।

আমার এই ভালোলাগাগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন আমার বাবা-মা।  

বন্ধুরা কেউ কেউ বলে, তাদের পড়াশোনা করতে একদম ভালো লাগে না। কিন্তু পড়াশোনা করতে আমার খুব ভালো লাগে। কারণ আমার বিদ্যালয়ে শিক্ষকরা এমনভাবে পড়ান যে, আমি সেগুলোতে আনন্দ খুঁজে পাই। আর তখন পড়াশোনা করতে উৎসাহ পাই।

কিন্তু পড়া মুখস্থ করতে একদম ভালো লাগে না। কিন্তু ইচ্ছে না করলেও মুখস্থ করতেই হয়।

আর ভালো লাগে না ঝগড়া-বিবাদ। এর কথা ওকে বলা, ওর কথা তাকে, সেটাও আমার খুব অপছন্দ।  

নিজের এ জগৎ নিয়ে আমি খুব খুশি। সবাই এরকম নিজের নিজের একটি করে জগৎ বানিয়ে ফেললে অনেক খারাপ লাগা কমে যায়।