যোগাযোগ মাধ্যম হিসেবে ফেইসবুককে অস্বীকার করার কোনো কারণ নেই। বন্ধুদের সঙ্গে আনন্দ, বেদনা, ছবি সবকিছুই ভাগ করে নিতে ফেইসবুকের জুড়ি নেই।
কিন্তু অনেক মানুষ ফেইসবুকের অপব্যাবহার করে। আর সমবয়সী অনেককেই দেখি দিনের বেশির ভাগ সময় ব্যয় করছে ফেইসবুকে। এতে একদিকে সময়ের অপচয় হচ্ছে অন্যদিকে তারা ফেইসবুকে আসক্ত হয়ে পড়ছে।
আমার মনে হয় ১৮ বছরের আগে কারো ফেইসবুকে অ্যাকাউন্ট খোলাই উচিত নয়। কিন্তু ১২/১৩ বছরের শিশুরাও এখন ফেইসবুক চালায়।
একসময় আমিও ফেইসবুক চালাতাম। এরপর নিজের গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে আমি ফেইসবুকিং করতাম। স্কুলে গেলে বা পড়তে বসলেও আমার মন পড়ে থাকতো ফেইসবুকে।
এভাবে সারাক্ষণ ফেইসবুকে থাকায় বাড়ির অন্য সদস্যদের সময় দিতে পারতাম না। মার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটাও নষ্ট হয়ে গেল। আমি পুরোপুরি অদ্ভুত আচরণ করতাম।
তারপর বাবা মা আমাকে বোঝান। আমি ফেইসবুক বন্ধ করে দেই। আরেকটু বড় হয়ে আমি ফেইসবুকে নিয়মিত হব।