আমাদের দেশের বেশির ভাগ মানুষ পড়ালেখা করে ভালো ফলাফল ও ভালো চাকরির জন্য। ব্যাপারটা আমার কাছে বেশ অদ্ভুত ঠেকে।
মানুষ পড়বে জানার জন্য, জ্ঞানের জন্য। যদিও আমাদের দেশে এ ব্যাপারটা হয়ে ওঠে না। উন্নয়নশীল একটা দেশে দুবেলা দুমুঠো ভাত পাওয়া যেখানে চ্যালেঞ্জ সেখানে চাকরির জন্য পড়াশোনা তো হবেই।
তবে দিন পাল্টাচ্ছে। আমি নিশ্চিত এখন অনেক অভিভাবক ভালো ফলাফলের বেড়া জাল থেকে সন্তানকে মুক্তি দিবেন। কারণ ভালো ফলাফল করতে না পারলে যে জবাবদিহিতা করতে হয় তাকে একটু শিশু কতটা ক্ষতিগ্রস্ত হয় তা আমি জানি।
কয়েক মাস আগের কথা। আমার জেএসসি ফলাফল প্রকাশের দিন সবাই মাকে ফোন করে জানতে চাইছে আমার ফলাফল কি?
সবাই আশা করেছিল আমি জিপিএ পাঁচ পাবো। কিন্তু ফলাফল খারাপ হয়েছে। সবাই জানতে চায় কেন জিপিএ পাঁচ পেলাম না। কিন্তু কেউ জানতে চায় না জিপিএ পাঁচ না পেয়ে আমার কতটা খারাপ লাগছে।
জিপিএ পাঁচ কী সব? এর জন্য মানুষ প্রশ্ন ফাঁস করছে, পরীক্ষায় নকল করছে। এভাবে অসৎ উপায়ে ভালো ফল করার মূল্য কী? একজন ভালো মানুষ যদি না হতে পারি তাহলে এই ফলাফল দিয়ে কী হবে সে কথা কেউ চিন্তা করে না।