বিশ্ব সাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলায় নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক ও পরীক্ষক মূলত এই আয়োজন করে। ‘এসো হে বৈশাখ’ গানটি দিয়ে অনুষ্ঠানটি সকাল সাড়ে দশটায় অনুষ্ঠান শুরু হয়।
বৃহস্পতিবারের এ অনুষ্ঠানে ছিল দলীয় গান, একক গান, নাচ, আবৃত্তি। সাংস্কৃতিক অনুষ্ঠানের সস্ত্রীক উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়্যিদ।
দুপুর দেড়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানের শেষে লেবুর শরবত, কাঁচা আমের শরবত, ভাত, মাছ ইত্যাদি খাবারের আয়োজন করা হয়।