প্রত্যেক মানুষের জীবনে একটা শখ বা খেয়াল থাকে। আমিও আলাদা নই। আমারও শখ আছে।
আমার শখ হল গান শোনা। আমি গান শুনতে অসম্ভব ভালোবাসি। গান থেকে বাঁচার যে রসদ পাই তা অন্য কোথাও থেকে পাই না।
তবে এশিয়া কাপ শুরু হওয়ার পর থেকে আমি পুরোপুরি বদলে গেছি। আগে স্কুল থেকে ফিরে বিশ্রাম নেওয়ার সময়ও গান শুনতাম। এখন তা আর হচ্ছে না।
কয়েকদিন আগে এশিয়া কাপ ২০১৬ শুরু হয়েছে। এই এশিয়া কাপ শুরুর আগে
খেলা নিয়ে তেমন কোনো আগ্রহ ছিল না আমার। কিন্তু খেলা শুরুর পরপরই অত্যন্ত আগ্রহ নিয়ে খেলা দেখা শুরু করি।
আমাদের পরিবারের সবাই খেলা দেখে। সবেচেয়ে বেশি আগ্রহ আমার দাদুর। বাংলাদেশের খেলা থাকলে আমাদের বাড়িতে এক উৎসব উৎসব ভাব চলে আসে। দাদু নিজের সব কাজ ফেলে রেখে খেলা দেখতে বসে যান।
দাদুর প্রিয় ক্রিকেটার মাহমুদুল্লাহ। আমার মুস্তাফিজ। তিনি সাধারণত বেশি টেলিভিশন দেখেন না। তবে খেলা থাকলে অন্য বিষয়।
যেদিন খেলায় বাংলাদেশ জিতে যায় সেদিন তো বাড়িতে আনন্দের ধুম পড়ে যায়। সবচেয়ে বেশি সুবিধে হয় আমাদের দুই বোনের।
সাধারণত আমরা সন্ধ্যায় পড়তে বসি। মানে পড়তে বসতে হয়। নইলে মা খুব রেগে যান। কিন্তু খেলা থাকলে মা নিজে থেকেই বলেন, “অল্প কতক্ষণ পড়ে নাও, তারপর খেলা দেখবে।”
মার মুখে এই কথা শোনা আর পৃথিবী জয় করার আনন্দ আমার কাছে একই।
আমাদের এমন ভালোবাসা মাশরাফিদের এগিয়ে নিয়ে যাবে বিশ্বকাপের ফাইনালে। তবে একটা অনুরোধ খারাপ ভালো দুই রকম ফলাফলের জন্য প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ হেরে গেলেই তাদের যা নয় তা বলে অপমান করা যাবে না। মনে রাখবেন তারা আপনার দেশের প্রতিনিধিত্ব করছেন। তারা আমার আপনার একটা অংশ।