মাকড়সা আমাদের খুব চেনা। দেয়ালের কোণে, গাছের ডালে, সব্জির মাচায় যেখানে সেখানে এরা জাল বোনে। এটি দেখে ছোটোরা অনেকই ভয় পায়।
কিন্তু আমাদের ঘরের চারপাশে আমরা যেসব মাকড়সা দেখি সেগুলো খুব নিরীহ। যদিও অনেক বিষাক্ত ও বড়ো বড়ো মাকড়সাও আছে।
মাকড়সার শরীর থেকে যে লালা বের হয় সেটা দিয়েই সে জাল বোনে। এদের জাল আঠালো হয়। আঠালো হওয়ার জন্যই জালে ছোটো ছোটো পোকা আটকে যায়।
এই জালে আটকে পড়া পোকামাকড় ধরেই সে খায়। আবার অনেক মাকড়সা লাফিয়েও শিকার ধরে থাকে। তৃণভোজী মাকড়সাও আছে।
জাল বুনতে মাকড়সাকে অনেক পরিশ্রম ও বার বার চেষ্টা করতে হয়। বারবার জাল ছিঁড়ে গেলেও মাকড়সা তার চেষ্টা বন্ধ রাখে না। মাকড়সার খুব ধৈর্য।
অনেক পরিশ্রম ও চেষ্টার পর এক সময় সফল হয় এবং বড় একটি জাল বুনে ফেলে।
ঘর নোংরা করে বলে তার জাল ভেঙে দিলেও খুব তাড়াতাড়ি সে আবার নতুন জাল বোনে। মাকড়সার খুব ধৈর্য।
বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে, মাকড়সার জাল ইস্পাতের চেয়েও কঠিন আবার তূলা বা নাইলনের চেয়েও পাতলা।