কিশোর ও কিশোরীরা

করছে ছোটাছুটি,

গান গাইছে গাছের ডালে

হলুদ পাখি দুটি!

ফুলেরা আমায় বলল হেসে

করছ কী হে তুমি

আমি বললাম কান পেতে ওই

পাখিদের গান শুনি।

প্রকৃতির এই খেলা দেখে

খুশি হই আমি,

সবাই বলে আমাকে

আমার বন্ধু তুমি।

(অষ্টম শ্রেণি, নালন্দা বিদ্যালয়)

লেখাটি প্রকাশিত হয়েছে দৈনিক কালেরকন্ঠে, প্রকাশকাল: ০২ জানুয়ারি ২০১৫