পরিবারে আমার সাথে যার সবচেয়ে ভালো সম্পর্ক বা যার সাথে চাইলেই আমি যেকোনো কথা বলতে পারি সে হল আমার ফুপি। ফুপির সাথে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ছোটবেলা থেকেই।

আমি ছোটবেলায় ফুপির খুব ভক্ত ছিলাম। এছাড়াও আমি যেহেতু পরিবারের প্রথম সন্তান তাই ছোটবেলা থেকেই সবাই আমাকে খুব ভালোবাসত।

আমার ফুপির নাম বুবলী। ছোটবেলায় যখন আমি দেখতাম সবাই আমার ফুপিকে বুবলী বলে ডাকে আমিও ডাকার চেষ্টা করতাম। কিন্তু আমি বুবলী বলতে পারতাম না। ফুপিকে ডাকতাম বুতাপ।

আমার ফুপি বুতাপ ডাকটা খুব পছন্দ করে। আমি এখনও ফুপিকে বুতাপ বলে ডাকি।

ফুপির সাথে আমার সম্পর্কটা বন্ধুর মতো আগেই বলেছি। আসলে পরিবারের সবার সঙ্গেই আমার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ।

বুতাপ আর আমি সব কাজ একসঙ্গে করি। ঘুরতে গেলে একসঙ্গে যাই, কিছু খেলে একসঙ্গে খাই। আমি তো বুতাপকে ছাড়া একদিনও থাকতে পারি না।

বুতাপের সঙ্গে আমার অনেক মিল রয়েছে। আমি আইসক্রিম পছন্দ করি। বুতাপও আইসক্রিম পছন্দ করে।

আমরা একজন আরেকজনকে ছাড়া খুব অল্প সময় কাটিয়েছি। আমার ফুপিকে আমি আমার মায়ের মতো ভালোবাসি। মাকে যতটা ভালোবাসি ফুপিকে তার থেকে কম ভালোবাসি না। কিন্তু এই কথাগুলো ফুপিকে কখনও সামনাসামনি বলতে পারিনি।