নতুন বছর, নতুন শ্রেণি, নতুন পড়াশোনা সব মিলিয়ে দারুণ সব মুহূর্ত কাটছে সবার। আমিও সেই সুন্দর সময় কাটাচ্ছি।

এবছর নবম শ্রেণিতে উঠলাম আমি। নালন্দা বিদ্যালয়ে পড়ি। আমাদের স্কুল খুলেছে রোববার।

এর আগে লম্বা ছুটি গেল। বন্ধুদের সঙ্গে একেবারেই দেখা হয়নি। তাই কয়েকদিন আগে বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেই বন্ধু রাইসার বাসায় এক হব।

আমরা ২০ জন একসঙ্গে রাইসার বাসায় চলে যাই। প্রায় এক মাস ২০ দিন পর আবার বন্ধুদের সঙ্গে আড্ডা আর হুল্লোড় হল।

ওদের বাসায় যেতেই সবাই সবাইকে জড়িয়ে ধরলাম। মনে হল কত যুগ দেখা হয়নি। সবাই একসঙ্গে কথা বলে। কার কথা রেখে কার কথা শুনবো ভেবে পাই না। সে এক অসাধারণ মুহূর্ত। আড্ডা, গল্প আর ছবি তুলে সারাদিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা সেদিন গানও শুনেছি প্রচুর। এছাড়া অকারণেই হাসাহাসি, হুড়োহুড়ি সে এক এলাহি কাণ্ড।

এতো হুল্লোড় হঠাৎ ফিকে হয়ে গেল বন্ধু আপনের স্কুল ছেড়ে যাওয়ার কথা শুনে। ও খুব মন খারাপ করে বসেছিল।

যাওয়ার সময় ও বলল, তোদের খুব মনে পড়বে, সবার কথা। কখনও ভুলতে পারব না তোদের সঙ্গে কাটানো দিনগুলো।  

ওর সঙ্গে আমার প্রথম পরিচয় হয় নালন্দা  বিদ্যালয়। আমরা কে-জি থেকে একসঙ্গে পড়ছি। বন্ধুত্বটা নয় বছরের। ভোলা কি যায়?

কিছুতেই মেনে নিতে পারছিলাম না ওর চলে যাওয়া। এই প্রথম আমার কোনো কাছের বন্ধু চলে গেল। এটাই হয়তো শুরু। এরপর আরও অনেকেই চলে যাবে। বদলে যাবে কলেজ, বিশ্ববিদ্যালয়।

ভেবেই মনটা খারাপ হয়ে গেল। বন্ধুর দূরে চলে যাওয়াটা খুব কষ্টের।